Showing posts with label দেশি মুরগির খামার. Show all posts
Showing posts with label দেশি মুরগির খামার. Show all posts

Thursday, May 14, 2020

দেশি মুরগির সবুজ খাদ্য

আজ আমি আপনাদের সাথে দেশি মুরগির সবুজ খাদ্য নিয়ে আলোচনা করব। দেশি মুরগির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই খামারির সংখ্যা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে দেশি মুরগি শুধু বাড়িতে পালন করা হত পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য কিন্ত চাহিদা বৃদ্ধি হওয়ায় সাথে সাথে দেশি মুরগি বানিজ্যিকভাবে খামারে পালন করা হচ্ছে।

দেশি মুরগির খাদ্যাভাস অন্য জাতের মুরগির থেকে আলাদা। তাই এদেরকে যে কোন ধরনের খাবার-ই দেওয়া যায়। যেমন, ভাত, ছোট মাছ, গমের ভুষি, চাউলসহ মানুষের খাবারের উচ্ছিস্ট। তবে যারা খামারে বা আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন তারা এই সবুজ খাদ্য মুরগিকে দিতে পারেন। এই সবুজ খাদ্য খামারে দেশি মুরগির খাবারের খরচ কমায় আবার মুরগির পুষ্টি চাহিদা ও পূরণ করে। তবে এই সবুজ খাদ্য প্রদানের কিছু নিয়ম কানুন রয়েছে। যা অনুসরণ না করলে ফলাফল খুব খারাপ হতে পারে।

সবুজ খাদ্যগুলি হলঃ

পুইশাক, কলমি শাক, হেঞ্চা শাকসহ বিভিন্ন ধরনের সবুজ শাক। এই জাতীয় শাকে প্রচুর পরিমানে ভিটামিন, ক্যালসিয়ামসহ বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। যা দেশি মুরগির দেহের ভিটামিন ও ক্যালসিয়ামসহ বিভিন্ন ঘাটতি পূরণে সহসয়তা করে। কেননা মানুষ ব্যাতিত অন্য সকল প্রাণী জানে যে তার শরীরে কিসের অভাব রয়েছে। আর ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করলে এগুলো মাঠ-ঘাট থেকে খেয়ে থাকে। যার ফলে দেশি মুরগির রোগ বালাই কম হয়।       
কখন সরবরাহ করবেন?

লোকে বলে ছোটবেলা থেকে বাচ্চাদের যে অভ্যাস শিক্ষা দেওয়া হয় বড় হয়েও সে অনুযায়ী চলাফেরা করে। ঠিক তেমনি বাচ্চার বয়স ৭ দিন হওয়ার পর থেকে শাকগুলো মুষ্টি আকারে বেঁধে ঝুলে দিতে হবে খামারে। যাতে মুরগি ছিড়ে খেতে পারে। অথবা কুচি কুচি করে কেটে ভাত এবং গমের ভূষীর সাথে একটু পানি দিয়ে মেখে দিতে হবে। পানি না দিলে শাক ভাত, ভূষীর সাথে মিশবে না আর মুরগি খেতেও চাইবেনা। পানির পরিমাণ এত বেশি যেন না হয় যে ভাত, ভূষী  আর শাক আলাদা না হয়। বরং পানির পরিমাণ এতটা হওয়া উচিৎ যেন মাখ মাখ হয়। শাক ভাত এবং ভূষী একে অপররের সাথে লেগে থাকে।

যদি এতটুকু উপকারে আসে এই পোস্ট তাহলে আমার পেজটি লাইক দিয়ে ফলো করুন। আর শেয়ার করে রেখে দিন নিজের টাইমলাইনে।

Friday, October 18, 2019

দেশি মুরগি পালন। একটি লাভজনক পশু পালন পদ্ধতি অল্প সময়ে অধিক লাভবান হওয়ার এটি একটি অন্যতম ব্যবসা। দেশি মুরগিকে দুপুরে কি খাওয়াবেন তা এই ভিডিওটি দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন।

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন..
https://youtu.be/GRdUOfN8x1w

Tuesday, April 16, 2019

দেশি মুরগি কুচে ছাড়ানোর উপায় | মা দেশি মুরগি খামার

দেশি মুরগি পালন একটি লাভজনক ব্যবসা। তবে দেশি মুরগির ডিমের পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে এর বংশ বৃদ্ধির সাথে সাথে লাভও কয়েক গুণ বাড়ানো সম্ভব। অামরা জানি যে, দেশি মুরগি বছরে ১০০-১২০ টি ডিম দিয়ে থাকে। কিন্ত অামরা যদি মুরগি দিয়ে ডিম না ফোটায় বা দেশি মুরগির কুচে ছাড়ানোর উপায় জানি তাহলে ডিমের পরিমান কিছুটা হলেও বাড়াতে পারি।

একটি দেশি মুরগি যখন ডিম দেয় তখন ঐ মুরগও এক নাগারে ১০-১৫ টি (কম বেশি হতে পারে) ডিম দেয় এবং তারপর উমে বা ডিমে তা দেওয়ার জন্য রেডি হয়। কিন্তু এই সময় মুরগিকে ডিমে বসাবেন না। বরং ঐ মুরগিটিকে অালাদা ভাবে একটি মোরগের সাথে অথবা এই অবস্থায় থাকা ২-৩ টি মুরগির সাথে একটি মোরগ অবশ্যই খামার থেকে অলাদাভাবে রাখবেন।

অাশাকরা যায় ১০-১৫ দিনের মধ্যে ঐ মুরগি অাবার ডিম পাড়ার জন্য নিজেকে প্রস্তুত করবে এবং ৩-৫ দিনের মদ্ধে ডিম দিতে শুরু করবে। এই প্রক্রিয়া বছরজুড়ে চলতে থাকবে।

অরো জানতে ইউটিউব এ ভিডিওটি দেখতে পারেন।
দেশি মুরগির
ফেসবুক পেজ এ লাইক দিয়ে সাথে থকুন

মুরগির উকুন মারার উপায়

তথ্যটি ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন।

Tuesday, April 2, 2019

বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন

বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন কৌশল আয় বাড়ানো ও পরিবারের পুষ্টি চাহিদা মিটানোর পাশাপাশি একজন উদ্দোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় । যেহেতু, দেশি মুরগির উৎপাদন অনেক কম তাই সঠিক লক্ষ্য এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহন করে দেশি মুরগীর উৎপাদন বাড়ানো সম্ভব ।
দেশি মুরগির বাচ্চার চেয়ে মানে ডিম ফুটে বাচ্চা বিক্রি করার চেয়ে ৭-৮ সপ্তাহ বয়সের মুরগি বিক্রি করলে বেশি লাভ পাওয়া যায় । তবে বাজার রেট একেক সময় একেক রকম থাকে । তাই সঠিক সময়ে মুরগি বিক্রি করতে হবে ।
দেশি মুরগি পালনে প্রথমে যে বিষয়টি বেশি গুরুত্বর্পূণ তা হল, ভাল বাচ্চা নির্বাচন করা । আগের তুলনায় এখন বানিজ্যিকভাবে দেশি মুরগির বাচ্চা উৎপাদন এবং বিক্রি হচ্চে । তাই চাইলে খুব সহজেই বাচ্চা সংগ্রহ করা যায় । প্রয়োজন শুধু একটু খোঁজ । আর অনলাইন এখন ভাল মাধ্যম এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ অফিসে এসব তথ্য পাওয়া যায় ।
বাচ্চা নির্বাচনের পর দেশি মুরগির রোগ ও চিকিৎসা সম্পর্কে ভাল ধারনা নিতে হবে অথবা ডাক্তারের পরামশ নিয়ে সঠিক সময়ে বিভিন্ন রোগের ভ্যাকসিন বা টিকা দিতে হবে । আর দেশি মুরগির বাজার সম্পর্কে খোঁজ রাখতে হবে এবং বিক্রি করে দিতে হবে । দেশি মুরগির বাজার জানতে এই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন ।