Showing posts with label দেশি মুরগি কুচে ছাড়ানোর উপায়. Show all posts
Showing posts with label দেশি মুরগি কুচে ছাড়ানোর উপায়. Show all posts

Tuesday, April 16, 2019

দেশি মুরগি কুচে ছাড়ানোর উপায় | মা দেশি মুরগি খামার

দেশি মুরগি পালন একটি লাভজনক ব্যবসা। তবে দেশি মুরগির ডিমের পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে এর বংশ বৃদ্ধির সাথে সাথে লাভও কয়েক গুণ বাড়ানো সম্ভব। অামরা জানি যে, দেশি মুরগি বছরে ১০০-১২০ টি ডিম দিয়ে থাকে। কিন্ত অামরা যদি মুরগি দিয়ে ডিম না ফোটায় বা দেশি মুরগির কুচে ছাড়ানোর উপায় জানি তাহলে ডিমের পরিমান কিছুটা হলেও বাড়াতে পারি।

একটি দেশি মুরগি যখন ডিম দেয় তখন ঐ মুরগও এক নাগারে ১০-১৫ টি (কম বেশি হতে পারে) ডিম দেয় এবং তারপর উমে বা ডিমে তা দেওয়ার জন্য রেডি হয়। কিন্তু এই সময় মুরগিকে ডিমে বসাবেন না। বরং ঐ মুরগিটিকে অালাদা ভাবে একটি মোরগের সাথে অথবা এই অবস্থায় থাকা ২-৩ টি মুরগির সাথে একটি মোরগ অবশ্যই খামার থেকে অলাদাভাবে রাখবেন।

অাশাকরা যায় ১০-১৫ দিনের মধ্যে ঐ মুরগি অাবার ডিম পাড়ার জন্য নিজেকে প্রস্তুত করবে এবং ৩-৫ দিনের মদ্ধে ডিম দিতে শুরু করবে। এই প্রক্রিয়া বছরজুড়ে চলতে থাকবে।

অরো জানতে ইউটিউব এ ভিডিওটি দেখতে পারেন।
দেশি মুরগির
ফেসবুক পেজ এ লাইক দিয়ে সাথে থকুন

মুরগির উকুন মারার উপায়

তথ্যটি ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন।