দেশি মুরগি পালন একটি লাভজনক ব্যবসা। অল্প পুজিতে ছোট জায়গায় দেশি মুরগি পালন করা যায়। কিন্তু দেশি মুরগি পালনের কিছু নিয়ম কানুন ও রয়েছে । এই নিয়ম কানুন গুলো যদি ভালভাবে ফলো করা যায় তাহলে আশা করা যেতে পারে যে ভাল একটা ফলাফল পাওয়া যাবে।
দেশি মুরগি পালনে প্রথম শর্ত হল মুরগি এবং বাচ্চা নির্বচন করা। যদি মুরগি বা বাচ্চা নির্বাচনে ভূল হয় তাহলে, আপনি দেশি মুরগি পালনে বাধাগ্রস্থ হবেন। এই মুরগি নির্বচন দুই ভাবে হতে পারে....
১। যদি আপনি বড় মুরগি বা প্যারেন্ট দিয়ে শুরু করেন তাহলে, সেই মুরগি গুলো অবশ্যই কোন খামার থেকে কিনবেন। বাইরের বাজার থেকে কখনই কিনবেন না। কেননা, বাজার থেকে কেনা মুরগিতে কোন রোগের টিকা দেওয়া থাকে না। মুরগির কিছু রোগ রয়েছে। যেমন:
দেশি মুরগির রাণীক্ষেত রোগ
মুরগির বসন্ত রোগ
সর্দি সংক্রান্ত রোগ
২। বাচ্চা নির্বাচন: এক্ষেত্রে ১-৭ দিন বয়সের বাচ্চা নির্বাচন করতে হবে এবং যে যে টিকা দেওয়া দরকার তাও দিতে হবে। অথবা, ডিম থেকে বাচ্চা ফোটানোও যেতে পারে।
দেশি মুরগির উর্বর ডিম চেনবেন কিভাবে তা এই ভিডিওতে দেখানো হয়েছে।
দেশি মুরগির বীজ ডিমের জন্য কল করুন 01521497007
ফেসবুক গ্রুপ দেশি মুরগির ব্যবসা এই গ্রুপ এ যোগ দিন
https://www.facebook.com/groups/547055892308932/
Facebook:
https://www.facebook.com/madeshimurgikhamar/
Pinterest:
https://www.pinterest.com/seohelp1620/ma-deshi-murgi-khamar/
Blog:
https://www.madeshimurgikhamar.blogspot.com
Twitter:
https://twitter.com/bdchicken