Tuesday, April 16, 2019

দেশি মুরগি কুচে ছাড়ানোর উপায় | মা দেশি মুরগি খামার

দেশি মুরগি পালন একটি লাভজনক ব্যবসা। তবে দেশি মুরগির ডিমের পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে এর বংশ বৃদ্ধির সাথে সাথে লাভও কয়েক গুণ বাড়ানো সম্ভব। অামরা জানি যে, দেশি মুরগি বছরে ১০০-১২০ টি ডিম দিয়ে থাকে। কিন্ত অামরা যদি মুরগি দিয়ে ডিম না ফোটায় বা দেশি মুরগির কুচে ছাড়ানোর উপায় জানি তাহলে ডিমের পরিমান কিছুটা হলেও বাড়াতে পারি।

একটি দেশি মুরগি যখন ডিম দেয় তখন ঐ মুরগও এক নাগারে ১০-১৫ টি (কম বেশি হতে পারে) ডিম দেয় এবং তারপর উমে বা ডিমে তা দেওয়ার জন্য রেডি হয়। কিন্তু এই সময় মুরগিকে ডিমে বসাবেন না। বরং ঐ মুরগিটিকে অালাদা ভাবে একটি মোরগের সাথে অথবা এই অবস্থায় থাকা ২-৩ টি মুরগির সাথে একটি মোরগ অবশ্যই খামার থেকে অলাদাভাবে রাখবেন।

অাশাকরা যায় ১০-১৫ দিনের মধ্যে ঐ মুরগি অাবার ডিম পাড়ার জন্য নিজেকে প্রস্তুত করবে এবং ৩-৫ দিনের মদ্ধে ডিম দিতে শুরু করবে। এই প্রক্রিয়া বছরজুড়ে চলতে থাকবে।

অরো জানতে ইউটিউব এ ভিডিওটি দেখতে পারেন।
দেশি মুরগির
ফেসবুক পেজ এ লাইক দিয়ে সাথে থকুন

মুরগির উকুন মারার উপায়

তথ্যটি ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন।

Tuesday, April 2, 2019

বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন

বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন কৌশল আয় বাড়ানো ও পরিবারের পুষ্টি চাহিদা মিটানোর পাশাপাশি একজন উদ্দোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় । যেহেতু, দেশি মুরগির উৎপাদন অনেক কম তাই সঠিক লক্ষ্য এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহন করে দেশি মুরগীর উৎপাদন বাড়ানো সম্ভব ।
দেশি মুরগির বাচ্চার চেয়ে মানে ডিম ফুটে বাচ্চা বিক্রি করার চেয়ে ৭-৮ সপ্তাহ বয়সের মুরগি বিক্রি করলে বেশি লাভ পাওয়া যায় । তবে বাজার রেট একেক সময় একেক রকম থাকে । তাই সঠিক সময়ে মুরগি বিক্রি করতে হবে ।
দেশি মুরগি পালনে প্রথমে যে বিষয়টি বেশি গুরুত্বর্পূণ তা হল, ভাল বাচ্চা নির্বাচন করা । আগের তুলনায় এখন বানিজ্যিকভাবে দেশি মুরগির বাচ্চা উৎপাদন এবং বিক্রি হচ্চে । তাই চাইলে খুব সহজেই বাচ্চা সংগ্রহ করা যায় । প্রয়োজন শুধু একটু খোঁজ । আর অনলাইন এখন ভাল মাধ্যম এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ অফিসে এসব তথ্য পাওয়া যায় ।
বাচ্চা নির্বাচনের পর দেশি মুরগির রোগ ও চিকিৎসা সম্পর্কে ভাল ধারনা নিতে হবে অথবা ডাক্তারের পরামশ নিয়ে সঠিক সময়ে বিভিন্ন রোগের ভ্যাকসিন বা টিকা দিতে হবে । আর দেশি মুরগির বাজার সম্পর্কে খোঁজ রাখতে হবে এবং বিক্রি করে দিতে হবে । দেশি মুরগির বাজার জানতে এই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন ।